SCT-on Primary
Smart Computer Training on Primary
🎁 আমাদের SCT-on Primary কোর্সটি কেন শিখবেন ?
শিক্ষকতা পেশার সাথে যারা জড়িত আছেন তার অন্যদের তুলানায় নিজেকে যেন দূর্বল/অদক্ষ্য না ভাবতে হয়, কম্পিটারের কাজের জন্য যেন উর্ধ্বতনের কাছে হেয় না হতে হয়, নিজের প্রতি আত্যবিশ্বাস বৃদ্বির জন্য আমাদের এই কোর্সটি শিখবেন। বর্তমান আধুনিক তথ্য প্রযুক্তির যুগে শিক্ষাক্ষেত্রে কম্পিউটার ও ইন্টারনেট অপরিহার্য বিষয় হিসাবে রুপ নিয়েছে । সকল স্থরের শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব রয়েছে যেমন ডিজিটাল ক্লাস, অনলাইন ক্লাস, প্রজেক্টরের ব্যবহার, প্রশ্নপ্রত্র প্রনয়ন ,অনলাইন মিটিং, CRVS, IPMS, PCSP বিভিন্ন তথ্যের আদান-প্রদান এখন অনলাইনে হচ্ছে। তথ্য-প্রযুক্তির এই ব্যবহার যা পূর্বের তুলনায় বহুগুন বৃদ্বি পেয়েছে ,ভবিষ্যৎতে আরও বৃদ্বি পাবে । তাই প্রতিটি শিক্ষকে তথ্য প্রযুক্তিতে এগিয়ে থাকতেই হবে। আমাদের মধ্যে অনেক শিক্ষকই আছেন যারা কম্পিউটার ও ইন্টানেট ব্যবহারে তেমন দক্ষ না । শিক্ষকতায় পেশায় যোগদানের পর বিভিন্ন কারনে হয়ত অনেকেই এই বিষয়ে দক্ষ হয়ে উঠা হয় নি । কিন্তু এখন আপনি শিখতে আগ্রহি সেই সব শিক্ষকদের জন্য আমাদের এই কোর্স চালু করা হয়েছে ।
✨কোর্সটিতে কোন কোন বিষয়সমুহ শেখানো হবে ✨
👉Basic computer skill: কম্পিউটারে কাজগুলো সুন্দরভাবে করার জন্য যে সমস্ত বেসিক কম্পিউটারের দক্ষতাগুলো জানা দরকার সেগুলো ভালোভাবে শিখতে পারবেন |
👉The basic software and tools skills : অফিস ম্যানেজমেন্ট কাজগুলো দক্ষতার সাথে করার জন্য যে সমস্ত সফটওয়্যার এবং টুলস গুলো জানা দরকার সেগুলো ভালোভাবে শিখতে পারবেন |
👉মাইক্রোসফট ওয়ার্ড: যে কাজগুলো মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে করতে হয় তা আপনি অত্যন্ত দক্ষতার সাথে করতে পারবেন | প্রশ্নপ্রত্র তৈরি, প্রতয়ন পত্র, সার্টিফিকেট ,বিভিন্ন প্রকার চিঠিপত্র, লেখালেখি,টেবিল তৈরি বিভিন্ন ডকুমেন্ট তৈরীর |
👉মাইক্রোসফট এক্সেল: যে কাজগুলো মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে করতে হয় তা আপনি দক্ষতার সাথে করতে পারবেন | সেলারি সিট তৈরি করা, বিভিন্ন প্রকার হিসাব নিকাশ করা ইত্যাদি |👉মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট : বিভিন্ন ধরনের স্লাইট ভিডিও কিভাবে তৈরি করবেন।
👉Photoshop : কিভাবে ছবি এডিটিং করবেন , সুন্দর আকষণিয় ,সাইজ নির্ধারন করবেন ।
👉English & Bangla Typing: ভয়েসের মাধ্যমে এবং হাতের মাধ্যমে দ্রুত এবং নির্ভুল বাংলা এবং ইংরেজী টাইপ করতে পারবেন |
👉Internet & E-mail: বিভিন্ন কাজে ইন্টারনেট ব্যবহার করতে হয় এবং ইমেইল ব্যবহার করে বিভিন্ন চিঠি আদান প্রদান করতে হয় | ইন্টারনেট এবং ইমেইল এর ব্যবহার গুলো ভালোভাবে শিখতে পারবেন |
👉File Transfer :বিভিন্ন ডকুমেন্ট ,ছবি,ভিডিও ,অডিও কিভাবে মোবাইল থেকে কম্পিউটাবে ,পেনড্রাইবে আদান প্রদান করবেন ।
👉Video Editing :ভিডিও কিভাবে লেপটপে বা মোবাইলে এডিটিং করবেন ।
কিভাবে কোন কিছু প্রিন্ট করবেন , প্রজেক্টর ক্লাসে ব্যবহার করবেন ।
👉How to download software on laptop
👉CRVS কিভাবে ইউনিক আইডি আপডেট করবেন ।
👉IPMS কিভাবে বিদ্যালয়ের তথ্য আপডেট করবেন।
👉PESP কিভাবে উপবৃত্তি তথ্য আপডেট রাখবেন ।
👉zoom/ Google meet দিয়ে কিভাবে অনলাইন ক্লাস নিবেন ।
🎁আমাদের কোর্সটিতে কি কি সুবিধা পাবেন 🎁
✨আমাদের কোর্সটিতে মোট ২০ টি ক্লাস হবে। প্রয়োজনে বেশি হতে পারে।
✨সপ্তাহে তিন দিন রাতে অলাইনে ক্লাস হবে । শনিবার ,সোমবার বৃহষ্পতিবার ।
✨প্রতিটি ক্লাসের ভিডিও রেকট স্থায়ী ভাবে পাবেন ।
✨ফ্রিতে সফটওয়ার ও সোর্স ফাইল দেওয়া হবে ।
✨প্রতিটি ক্লাস শেষে আপনাদের প্রত্যেকের সমস্য সমাধান করা হবে ।
✨ক্লাস গুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনি কাজগুলো দক্ষতার সাথে, দ্রুততার সাথে, নিখুঁতভাবে করতে পারেন ।
✨অন্য কোন প্রতিষ্ঠানে এতগুলো বিষয় একসাথে পাবেন না ।
✨যারা অফলাইনে তারা দুই দিন ক্লাস করতে পারবেন। শুক্রবার ও শনিবার ।
আমাদের SCT-on Primary কোর্স ফি ?
যেহেতু প্রতিটি শিক্ষকে ICT তে দক্ষ্য করে গড়ে তোলা SCT-on Primary কোর্সের লক্ষ্য তাই আপনাদের সময়ের কথা বিবেচনায় রেখে কোর্স ফি নির্ধারন করা হয়েছে ৬৫০ টাকা ।
কোর্সটিতে ভর্তি হতে চাইলে আমাদের বিকাশ বা নগদ নম্বারে কোর্স ফি প্রদান করে নিচের ফরম টি পূরন করবেন । এবং আমাদের ফেইসবুক গ্রুপে জয়েন হবেন । গ্রুপে আপনাকে ক্লাস করার জয়েন লিঙ্ক ও আইডি এবং সময় দেওয়া হবে।
বিকাশ ও নগদ নম্বর 01636055314
আমাদের সাথে যোগাযোগ
Mobile : +8801636055314
website : trustitbari.blogspot.com
No comments