ফ্রিল্যান্সিং
ফ্রিল্যান্সিং কি ?
কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকেমু্ক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা এধরণের কাজ করেন তাদের বলা হয় "মুক্তপেশাজীবী" (Freelancer)।এধরণের কাজে কোনো নির্দিষ্ট মাসিক বেতনভাতানেই তবে স্বাধীনতা আছে, ইচ্ছা মতো ইনকামের সুযোগ ও আছে, । এজন্য স্বাধীনমনা লোকদের আয়ের জন্য এটা একটা সুবিধাজনক পন্থা। আধুনিক যুগেবেশিরভাগ মুক্তপেশার কাজগুলো [ইন্টারনেট|ইন্টারনেটের] মাধ্যমে সম্পন্ন হয়েথাকে। ফলে মুক্ত পেশাজীবীরা ঘরে বসেই তাদের কাজ করে উপার্জন করতে পারেন। এপেশার মাধ্যমে অনেকে প্রচলিত চাকরি থেকে বেশি আয় করে থাকেন, তবে তাআপেক্ষিক। ইন্টারনেটভিত্তিক কাজ হওয়াতে এ পেশার মাধ্যমে দেশি-বিদেশিহাজারো ক্লায়েন্টের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটে।
কি কি কাজ আছে ফ্রিল্যান্সিংতে
আপনি দূর থেকে ইন্টারনেটের মাধ্যেমে সেবা বা কাজ করে দিতেন পারবেন এমন যা কিছু কাজ আছে, তাই ফ্রিল্যান্সিংতে করে অর্থ উপার্জন করতে পারবেন । যেমন ঃ ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন: লোগো, ওয়েবসাইট ব্যানার,ফেইসবুক মার্কেটিং, এস.ই.ও ,সিপিএ মার্কেটিং, ভিডিও এডিটিং, ছবি সম্পাদনা, অ্যানিমেশন, ওয়েব ডেভলপমেন্ট: ওয়েবসাইট তৈরি, ওয়েবভিত্তিক সফ্টওয়্যার তৈরি, হোস্টিং,ইন্টারনেট ,বিপণন/ইন্টারনেট মার্কেটিং: ইন্টারনেটভিত্তিক বাজারজাতকরণ কার্যক্রম, যেমন ব্লগ, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে বিপণন, দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির বিভিন্ন কাজের ডাটা এন্ট্রি করণ, ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করা,ওয়েবসাইট কন্টেন্ট, সংবাদ বিজ্ঞপ্তি, ছোট গল্প, প্রাপ্তবয়স্কদের গল্প এবং এক ভাষা থেকে অন্যভাষায় ভাষান্তরকরণ উল্লেখযোগ্য।
কাজ কোথায় ও কিভাবে পাব ?
অনলাইন জগতে কাজ করার জন্য অনেক মার্কেটপ্লেস আছে । যেকোন একটি মার্কেটপ্লেসে আপনি কাজ করতে পারেন।
1আপওয়ার্ক – www.upwork.com
2 ফাইভার – www.fiverr.com
3 ফ্রিল্যান্সার ডটকম – www.freelancer.com
4 গুরু ডটকম – www.guru.com
5 পিপল পার আওয়ার – www.peopleperhour.com
টাকা কিভাবে আমার হাতে আসবে ?
মার্কেটপ্লেস গুলো যদি বন্দ হয়ে যায় ?
মার্কেট প্লেস গুলো বন্ধ কখন ও বন্ধ হবে না কারন মার্কেটপ্লেস গুলো একদিকে দাতা ও গ্রহিতা উভয়ের কাছ থেকেই অর্থ উপার্জন করছে। তাই এদের সিকিউরিটি দিন দিন আর উন্নত হচ্ছে।
কাজ করার পর যদি টাকা না পাওয়া যায় ?
কত টাকার জন্য কত সময় দিতে হয় ?
প্রথম মাসে প্রতিদিন 12<9 hour = 12 thousand (3 monthy)
After 1 years= 1লক্ষ
ফ্রিলানসিংয়ে কি সকলেই সফলাতা লাভ করতে পারে ?
উত্তর 99% যদি নিন্ম কাজ ধাপ অনুসরন করে
সঠিক মেন্টরের ক্লাস পাওয়া
সঠিক গাইডলাইন অনুসরন করা
নিয়মিত কাজ করা প্রতিদিন (৪/৫ ঘন্টা)
প্রথমে টাকা উপার্জনের দিকে লক্ষ্য না রেখে সুণিপুন ভাবে কাজে দক্ষ্য হওয়া।
ধৈর্য্যশীল হয়ে লক্ষ্য ঠিক রাখা
নিয়মিত নিজেকে আপডেট রাখা
যে কোন একটি কাজ করতে গিয়ে দুদিন পর আবার অন্য কাজের প্রতি দৃষ্টি না দেওয়া (সুসম্পর্ন না হওয়া পর্যন্ত)
No comments